• Latest News

    404 ও fail ২০১৩ সালের সর্বোচ্চ ব্যবহৃত শব্দ

      চলতি বছর যে পৃথিবীর মানুষের সময়টা খুব একটা ভালো যায়নি তা আন্তর্জাতিক ভাষা হিসেবে সর্বোচ্চ ব্যবহৃত ইংরেজি শব্দগুলোর দিকে চোখ পড়লেই বোঝা যায়। চলতি বছর এখন পর্যন্ত পৃথিবীতে সর্বোচ্চ ব্যবহৃত ইংরেজি শব্দ হলো ‘404’ (৪০৪) ও ‘fail’ (ব্যর্থ)।
    fail-sbএরমধ্যে ‘404’ সংখ্যাটি হলো বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যর্থতার সার্বজনিন সংখ্যা কোড।
    সম্প্রতি বিশ্বের বিভিন্ন ভাষার ব্যবহার নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান গ্লোবাল ল্যাঙ্গুয়েজ মনিটর এক জরিপ শেষে এই তথ্য দিয়েছে।
    সবচেয়ে ব্যবহৃত ইংরেজি শব্দগুলোর মধ্যে তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে ‘hashtag’ and ‘@pontifex’। এই শব্দদুটি অব্যাহত দৃশ্যমানতার স্বীকৃতি এবং টুইটারসহ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রভাব রাখে।
    জরিপে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যম এবং ব্লগগুলো থেকে পাওয়া বাকি যেসব শব্দ সর্বোচ্চ ব্যবহৃত হিসেবে উঠে এসেছে তাতে এটাই ধারণা করা যায় যে পুরো বছরের মধ্যে গত মাসটি বিশ্বের মানুষদের সর্বোচ্চ উদ্বিগ্নতার মধ্যে পার হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: 404 ও fail ২০১৩ সালের সর্বোচ্চ ব্যবহৃত শব্দ Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top