• Latest News

    ফটোগ্রাফির বিভিন্ন আবিষ্কার

                                                                                                ফটোগ্রাফি কি?
    Photographyআলো বা অন্য কোনো রকম তাড়িৎ-চৌম্বকীয় বিচ্ছুরণকে (electromagnetic radiation) কাজে লাগিয়ে টেঁকসই ছবি সৃষ্টি করার যে শিল্প, বিজ্ঞান ও পদ্ধতি—তাকে বলে ফটোগ্রাফি। ফটোগ্রাফিক ফিল্ম জাতীয় আলোক-সংবেদনশীল বস্তুর মাধ্যমে রাসায়নিক পদ্ধতিতে অথবা কোনো ইমেজ সেন্সরের মাধ্যমে বৈদ্যুতিক পদ্ধতিতে ফটোগ্রাফ তোলা সম্ভব। ক্যামেরার ভিতর একটি আলোক-সংবেদনশীল তল থাকে। সাধারণত, লেন্সের মাধ্যমে কোনো বস্তু থেকে প্রতিফলিত বা নিঃসৃত আলো ফোকাস করে একটি নির্দিষ্ট সময়ের এক্সপোজারে ওই তলে বস্তুর একটি যথার্থ ছবি (real image) ধরা হয়। একটি বৈদ্যুতিক ইমেজ সেন্সরে এর ফল হয়, প্রতি পিক্সেলে একটি ইলেক্ট্রিক্যাল চার্জ। এটি একটি বৈদ্যুতিক প্রক্রিয়ার মাধ্যমে পরিণতিলাভ করে এবং পরবর্তী প্রদর্শন বা প্রসেসিং-এর জন্য একটি ডিজিট্যাল ইমেজ ফাইলে সঞ্চিত হয়। ফটোগ্রাফিক এমালসনে এর ফলে একটি ল্যাটেন্ট ইমেজ তৈরি হয়। এটি পরে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ডেভেলপড হয়ে একটি দৃশ্যমান ইমেজে পরিণত হয়। এই দৃশ্যমান ইমেজটি ফটোগ্রাফিক উপকরণ ও প্রসেসিং-এর পদ্ধতি অনুযায়ী হয় নেগেটিভ বা পজিটিভ হয়ে থাকে। প্রথাগতভাবে, ফিল্মে একটি নেগেটিভ ইমেজ থেকে কাগজে পজিটিভ ইমেজ তৈরি হয়। এটিকে বলে প্রিন্ট। এনলার্জার বা কনট্যাক্ট প্রিন্টিং পদ্ধতিতে এটি করা হয়।
    ব্যবসা, বিজ্ঞান, উৎপাদন (যেমন ফটোলিথোগ্রাফি), শিল্প, বিনোদন ও গণমাধ্যম শিল্পে ফটোগ্রাফির ব্যবহার দেখা যায়।

    বিশ্বের প্রথম ক্যামেরা

    ফটোগ্রাফির বিভিন্ন আবিষ্কারঃ 
    >১৮২৬ . ঘণ্টা এক্সপোজার দেবার পর প্রকৃতির প্রথম ছবি তোলা সম্ভব হয় ।
    >১৮৩৯. প্রথম ফটো গ্রাফিতে পোর্টরেট ।
    >১৮৩৯. কাগজের ওপর প্রথম সরাসরি পজেটিভ ছবি ।
    >১৮৪০. ফটোগ্রাফি শব্দের প্রথম ব্যবহার ।
    >১৮৫০. নিউইয়র্কে ‘The pagueneian journal’ নামে ফটোগ্রাফির জার্নালের সূচনা হয় ।
    >১৮৫৬.  আকাশে ফ্রি বেলুন থেকে প্রথম ছবি তোলা হয় ।
    >১৮৫৯.কৃত্রিম আলো সৃষ্টির জন্য ম্যাগনেসিয়াম তার (এবং পরে ফিতা ) এর প্রথম ব্যবহার । পরে ১৮৬৫ সালে ম্যাগনেসিয়াম ক্লাশ পাউডারের প্রথম প্রয়োগ করা হয় ।
    >১৮৬১. ফোকাল প্লেন শার্টার এর আবিষ্কার হয় ।
    >১৮৯১. কোডাক কোম্পানী “ডে লাইট লোডিং” ফিল্ম রোল এর প্রবর্তন করে ।
    >১৮৯৫. এই সালে “সিনেমাটোগ্রাফ” শুরু হয় ।
    >১৯০০. ৩৬ অর্থ্যা ৎ চতুর্দিকে ছবি দেখা যায় এমন “ফটোরামার” প্রথম প্রয়োগ ।
    >১৯০২. কম্পাইড শার্টার এর প্রবর্তন হয় ।
    >১৯০২. মিটল হাইডেকুইনান ডেভেলাপার সমন্ধে প্রথম জানা যায় ।
    >১৯০২. ডে লাইট ডেভেলপমেন্ট ট্যাংক এর প্রবর্তন হয় ।
    >১৯০৪. প্রথম “ফটোটেলিগ্রাফি’র ব্যবহার ।
    >১৯২০. ৩৫ মিঃ মিঃ ফিল্ম ব্যবহার করা যায় এমন ক্যামেরা তৈরী করেন LEITZ
    >১৯২৮. রোলিফ্রেক্স TWIN LENS REFLEX ক্যামেরার প্রবর্তন করেন ।
    >১৯৩৫. সাদা আলো নিক্ষেপঙ্কারী ইলেকট্রনিক ফ্ল্যাশ এর আবিষ্কার ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ফটোগ্রাফির বিভিন্ন আবিষ্কার Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top