• Latest News

    এন্টিভাইরাসের কার্যকারিতা পরীক্ষা করার ছোট্ট একটি কৌশল


    ইন্ডোজ অপারেটিং সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা হল ভাইরাস। প্রায় সকল কম্পিউটারেই এন্টিভাইরাস আছে। কিন্তু আপনি কি জানেন আপনার এন্টিভাইরাসটি কাজ করছে কিনা? প্রায় ব্যবহারকারী জানেন না তাদের এন্টিভাইরাসটি ঠিক মত কাজ করে কিনা? তবে আপনি ইচ্ছা করলে একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন আপনার এন্টিভাইরাসের কার্যকারীতা



    এর জন্য জটপট নোটপ্যাড খুলে নিচের কোডটি কপি করে Back4uvirus.com লিখে সেভ করুন।
    X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*


    সেইভ করার সময় এটি একটি সতর্কবানী দেখাতে পারে। যদি দেখায় তাহলে বুঝতে হবে এন্টিভাইরাসটি ঠিক মত কাজ করছে। আর না দেখালে এন্টিভাইরাস দ্বারা যে ফোল্ডারে ফাইলটি রয়েছে, সেটি স্ক্যান করে দেখুন কোন ভাইরাস সনাক্ত করে কিনা। যদি করে তবে এন্টিভাইরাস সচল আছে, না হল এটি সঠিকভাবে কাজ করছে না।

    বিশ্লেষন

    যে ফাইলটি তৈরি করেছেন, এটি পুরোপুরি নিরাপদ। এটি আসলে কোন ভাইরাস নয়। এটি EICAR এর ডেভেলপ করা একটি স্ট্যান্ডার্ড টেস্ট ফাইল। এটাকে সত্যিকারের ভাইরাস হিসেবে সনাক্ত করার জন্য সকল এন্টিভাইরাস প্রোগ্রামড করা আছে। তাই এটিকে নিশ্চিন্তভাবে টেস্টিং এর কাজে ব্যবহার করতে পারেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: এন্টিভাইরাসের কার্যকারিতা পরীক্ষা করার ছোট্ট একটি কৌশল Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top