• Latest News

    বিশ্ব সেরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোর্স করার সুযোগ



    বর্তমান বিশ্বে অনলাইন শিক্ষার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিযোগিতার এই যুগে নানারকম প্রফেশনাল কোর্সের মাধ্যমে নিজেকে এগিয়ে রাখার চেষ্টা সবার মাঝেই আছে। তবে ব্যস্ততার কারনে অনেকেই এই কোর্স গুলো করতে পারে না। তাই ঘরে বসেই সম্পূর্ন বিনামূল্যে বিশ্ববিখ্যাত ইউনির্ভাসিটির কোর্স করার সুযোগ বর্তমান ভার্সুয়াল বিশ্বে বিদ্যমান। এরকম একটি সুযোগ নিয়ে এসেছে কোর্সেরা (coursera) নামক একটা সংগঠন। এখানে নানা বিষয়ের উপর কোর্স করা যায়। কোর্স গুলোর মেয়াদ কাল ৪ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত। একটি নির্দিষ্ট নম্বর তুলতে পারলে কোর্স শেষে সার্টিফিকেট অর্জন করা যায়। এমনকি কিছু কোর্স আছে যা সাফল্যের সাথে শেষ করতে পারলে আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠানে চাকরির ইন্টাভিউতে ডাক পাওয়া যায়। সবচেয়ে বড় কথা প্রতিটি কোর্সেই আর্ন্তজাতিক মান বজায় রাখা হয়।

    কোর্স কো-অরডিনেটর: বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান Princeton University, Stanford University, University of California, Berkeley, University of Michigan-Ann Arbor, Duke University, California Institute of Technology, Rice University, Johns Hopkins University, University of Washington, University of Toronto, University of Illinois at Urbana-Champaign, École Polytechnique Fédérale de Lausanne, University of Edinburgh, University of California, San Francisco, University of Virginia, Georgia Institute of Technology, Indraprastha Institute of Information Technology Delhi, Indian Institute of Technology Delhi এবং University of Pennsylvania, Berklee College of Music, Brown University, Columbia University, Emory University,
    Hebrew University of Jerusalem, Hong Kong University of Science and Technology, Mount Sinai School of Medicine, Ohio State University, University of British Columbia, University of California, Irvine, University of Florida, University of London, University of Maryland, University of Melbourne, University of Pittsburgh, Vanderbilt University, Wesleyan University কোর্সগুলোর কো-অরডিনেটর হিসেবে কাজ করছে। এক একটি কোর্সে এক একটি ইউনির্ভাসিটি কো-অরডিনেটর হিসেবে কাজ করছে।

    কোর্সসমূহ: এখানে প্রায় ১০০টির বেশী নানারকম গুরুত্বপূর্ণ বিষয়ে পড়ানো হয়। যার মধ্যে ঊল্লেখ্যযোগ্য বিষয়গুলো হল:
    Computer Science 101, Computer Architecture, Cryptography, Automata, Algorithms, Part I, Introduction to Sustainability, Introduction to Computational Finance and Financial Econometrics, Microeconomics, Principles of Public Health, Computer Vision: The Fundamentals, Microeconomics Principles, Principles of Macroeconomics, Fundamentals of Pharmacology, Vaccines, Internet History, Technology, and Security, Statistics One, Introduction to Sociology এবং Introduction to Finance.

    নমুনা সার্টিফিকেট: কিছুদিন আগে এখান থেকে আমি Computer Science 101 কোর্সটি সম্পন্ন করেছি এবং তা সফলতার সাথে সম্পন্ন করায় একটি সার্টিফিকেট অর্জন করি। সার্টিকেটের নমৃনাটি এখানে দেওয়া হল।


    ওয়েব ঠিকানা: এখানে ক্লিক করুন



    পৃথিবী বিখ্যাত ইউনির্ভাসিটি Massachusetts Institute of Technology (MIT), Harvard University এবং University of California, Berkeley এর উদ্যেগে অনলাইন শিক্ষার জন্যে একটি প্লাটফরম তৈরি করেছে, যার নাম edX. এখানে কোর্স গুলো সম্পূর্ন বিনামূল্যে করা যাবে। কোর্সগুলো সাফল্যের সাথে সম্পূর্ণ করতে পারলে কোর্স কমপ্লিটের সার্টিফিকেট অর্জন করা যাবে।

    কোর্স সমূহ: Introduction to Computer Science, Circuits and Electronics, Introduction to Solid State Chemistry, Introduction to Artificial Intelligence, Health in Numbers: Quantitative Methods in Clinical & Public Health Research and Introduction to Computer Science and Programming,


    ওয়েব ঠিকানা: এখানে ক্লিক করুন



    Udacity একটি অন্যতম অনলাইন কোর্সের অনলাইন পোর্টাল। কয়েক লাখ ছাত্র-ছাত্রী এখান থেকে সফলতার সাথে নানা বিষয়ের উপর কোর্স সম্পন্ন করেছে। বর্তমানে ১৯০ টির বেশী দেশের শিক্ষার্থীরা এখানে পড়া লেখা করছে। এখানকার বেশীর ভাগ কোর্স Computer Science সংক্রান্ত এবং প্রতিটি কোর্স আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে থাকে। সবচেয়ে বড় কথা, এই কোর্স গুলো করতে কোন প্রকার টাকা খরচ করতে হয় না এবং সফলতার সাথে সম্পন্ন করতে পারলে সার্টিফিকেট অর্জন করা যায়।

    ওয়েব ঠিকানা: এখানে ক্লিক করুন

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বিশ্ব সেরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোর্স করার সুযোগ Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top