• Latest News

    উইন্ডোজের Welcome Screen এ দিন আপনার নিজের ম্যাসেজ।Known and Unknown World

    খুব সহজেই কোন সফটওয়্যার ছাড়াই আপনি আপনার উইন্ডোজের Welcome Screen এ নিজের যেকোনো ম্যাসেজ প্রদান করতে পারবেন। আপনি যখন কম্পিউটার চালু করবেন তখন Welcome Screen এ সেই ম্যাসেজটি প্রদান করবে।পদ্ধতিঃ
    ১. Windows + R ক্লিক করুন। এবার RUN কমান্ড বক্সে Regedit টাইপ করুন।
    ২. এবার HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows NT > CurrentVersion > Winlogon এ ক্লিক করুন।
    ৩. এখন ডান দিক থেকে LegalNoticeCaption এ ডাবল ক্লিক করুন। মেসেজ এর Caption (শিরনাম) যা হবে তা টাইপ করুন। যেমনঃ Attention
    ৪. এখন ডান দিক থেকে LegalNoticeText এ ডাবল ক্লিক করুন। আপনি কি মেসেজ দিতে চান তা এর মধ্যে টাইপ করুন। যেমনঃ Please don’t open my Computer without permission.   হয়ে গেল কাজ।
    এবার কম্পিউটার Restart করুন তখনই দেখতে পারবেন Welcome Screen এ আপনার দেওয়া ম্যাসেজ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উইন্ডোজের Welcome Screen এ দিন আপনার নিজের ম্যাসেজ।Known and Unknown World Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top