• Latest News

    ফেসবুকে ছবির জন্য প্লাস্টিক সার্জারি!.. Known and unknown world

    ফেসবুকে প্রোফাইল ছবি অথবা পোস্ট করা ছবিতে অনেক লাইক পেতে হবে তাই মেকওভারের অন্য কায়দায় হাঁটছে ভারত। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে দেশের মেট্রো শহরে ২০ থেকে ৩০ বছরের ছেলেমেয়েদের মধ্যে প্লাস্টিক সার্জারি করে মুখের খুঁত সারানোর প্রবণতা দারুণভাবে বেড়েছে।
    প্লাস্টিক সার্জারি করা এইসব ছেলেমেয়েদের মধ্যে অনেকেই বলেছেন, ফেসবুকে তাদের ছবিতে সেভাবে লাইক পড়ছে না, তাই এই পন্থা অবলম্বন করতে হচ্ছে।
    ফেসবুকে প্রোফাইল ছবি অথবা পোস্ট করা ছবিতে অনেক লাইক পেতে হবে তাই মেকওভারের অন্য কায়দায় হাঁটছে ভারত। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে দেশের মেট্রো শহরে ২০ থেকে ৩০ বছরের ছেলেমেয়েদের মধ্যে প্লাস্টিক সার্জারি করে মুখের খুঁত সারানোর প্রবণতা দারুণভাবে বেড়েছে।
    প্লাস্টিক সার্জারি করা এইসব ছেলেমেয়েদের মধ্যে অনেকেই বলেছেন, ফেসবুকে তাদের ছবিতে সেভাবে লাইক পড়ছে না, তাই এই পন্থা অবলম্বন করতে হচ্ছে।
    লেজার সার্জারি মাধ্যমে ত্বকের খুঁত সারানো তো আছেই, সঙ্গে পছন্দের থুতনি, ঠোঁট, নাকের খুঁতও সারানো চলছে জোরকদমে। খরচও হচ্ছে পনেরো, বিশ হাজার রুপি। পুরো এই প্রক্রিয়াটার নাম দেওয়া হয়েছে ‘ফেসবুক ফেসলিফট’।
    কিন্তু ফেসবুকে নিজের সুন্দর, নিখুঁত ছবি পোস্ট করে লাভ? প্লাস্টিক সার্জারি করাতে আসা এক যুবতী এই প্রশ্নের উত্তর, ‘ফেসবুকে সুন্দর না দেখালে, সামাজিক যোগাযোগ বাড়বে না। তা ছাড়া সুন্দর ছবি পোস্ট করা মানে অনেক অনেক সুন্দর পাত্রর কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়া।’ 
    সূত্র: ওয়েবসাইট।
    বিবার্তা টোয়েন্টিফোর ডটকম/এসএসএস/জেডএস.
    লেজার সার্জারি মাধ্যমে ত্বকের খুঁত সারানো তো আছেই, সঙ্গে পছন্দের থুতনি, ঠোঁট, নাকের খুঁতও সারানো চলছে জোরকদমে। খরচও হচ্ছে পনেরো, বিশ হাজার রুপি। পুরো এই প্রক্রিয়াটার নাম দেওয়া হয়েছে ‘ফেসবুক ফেসলিফট’।
    কিন্তু ফেসবুকে নিজের সুন্দর, নিখুঁত ছবি পোস্ট করে লাভ? প্লাস্টিক সার্জারি করাতে আসা এক যুবতী এই প্রশ্নের উত্তর, ‘ফেসবুকে সুন্দর না দেখালে, সামাজিক যোগাযোগ বাড়বে না। তা ছাড়া সুন্দর ছবি পোস্ট করা মানে অনেক অনেক সুন্দর পাত্রর কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়া।’ 
    সূত্র: ওয়েবসাইট।
    বিবার্তা টোয়েন্টিফোর ডটকম/এসএসএস/জেডএস.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ফেসবুকে ছবির জন্য প্লাস্টিক সার্জারি!.. Known and unknown world Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top