এই বৃষ্টির দিনে প্রাচীনের মনে টাঙ্গুয়ার হাওড় দর্শনের ইচ্ছে হলো, যেই ভাবা সেই কাজ। তারপর শুধু অবাক হবার পালা, এতো সুন্দর !! আপনাদের না দেখিয়ে থাকা গেলোনা।
১।
সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার পথে। দিগন্ত বিস্তৃত জলরাশি আর গম্ভীর আকাশ।
সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার পথে। দিগন্ত বিস্তৃত জলরাশি আর গম্ভীর আকাশ।
২।
টাঙ্গুয়া হাওড়ের ঠিক মাঝখানে, প্রথমে মনে হচ্ছিল এইইই টাঙ্গুয়া !! তারপর ভুল ভাঙল, নাহ্ আমার দেশটাই সবচেয় সুন্দর
টাঙ্গুয়া হাওড়ের ঠিক মাঝখানে, প্রথমে মনে হচ্ছিল এইইই টাঙ্গুয়া !! তারপর ভুল ভাঙল, নাহ্ আমার দেশটাই সবচেয় সুন্দর
৩।
৪।
এইখানে এসে প্রাচীনের মনে সাঁতার কাটার ইচ্ছা হল, দূরে পাহাড় আর মেঘের মাখামাখি আর হাওড়ের টলটলে পানি, না নেমে আর পারা গেলনা।
এইখানে এসে প্রাচীনের মনে সাঁতার কাটার ইচ্ছা হল, দূরে পাহাড় আর মেঘের মাখামাখি আর হাওড়ের টলটলে পানি, না নেমে আর পারা গেলনা।
৫।
টাঙ্গুয়া থেকে তাহিরপুরের পথে। দুই দিকে দুইরকম আকাশ, দুইরকম পানি, মনে হচ্ছিল অপার্থিব কিছু।
টাঙ্গুয়া থেকে তাহিরপুরের পথে। দুই দিকে দুইরকম আকাশ, দুইরকম পানি, মনে হচ্ছিল অপার্থিব কিছু।
৬।
ফেরার পথের আরেক দিক, অন্যরকম না ?!!?
ফেরার পথের আরেক দিক, অন্যরকম না ?!!?
৭।
টাঙ্গুয়া থেকে টেঁকেরঘাট যাবার পথে, বিস্ময় আর বিস্ময় !!!
টাঙ্গুয়া থেকে টেঁকেরঘাট যাবার পথে, বিস্ময় আর বিস্ময় !!!
৮।
৯।
হাওড়ের জলজ উদ্ভিদ, এখনো দূষণ মুক্ত
হাওড়ের জলজ উদ্ভিদ, এখনো দূষণ মুক্ত
১০।
তাহিরপুরের সবচেয় মজাদার এবং বড় হোটেলের রসুইখানা।
তাহিরপুরের সবচেয় মজাদার এবং বড় হোটেলের রসুইখানা।
১১।
টেঁকেরহাট থেকে বারিক্কার টিলা যাবার পথে। হাওড় অঞ্চলের মানুষের প্রতিনিয়ত বিরুপ প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়, বয়স এখানে গৌণ।
টেঁকেরহাট থেকে বারিক্কার টিলা যাবার পথে। হাওড় অঞ্চলের মানুষের প্রতিনিয়ত বিরুপ প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়, বয়স এখানে গৌণ।
১২।
পৌঁছে গেলাম বারিক্কার টিলা, মোটরবাইকে করে আসা প্রায় ৭-৮ কিলো- অসাধারণ রাস্তা আর বিপদসংকুল বাইক রাইডিং!! দূরে মেঘালয়, শূন্য টিলার উপরে বন্ধ গির্জা।
পৌঁছে গেলাম বারিক্কার টিলা, মোটরবাইকে করে আসা প্রায় ৭-৮ কিলো- অসাধারণ রাস্তা আর বিপদসংকুল বাইক রাইডিং!! দূরে মেঘালয়, শূন্য টিলার উপরে বন্ধ গির্জা।
১৩।
বারিক্কার টিলা থেকে পাহাড় আর মেঘের সঙ্গমের দৃশ্য, দম বন্ধ করা সুন্দর।
বারিক্কার টিলা থেকে পাহাড় আর মেঘের সঙ্গমের দৃশ্য, দম বন্ধ করা সুন্দর।
১৪।
জাদুকাটা নদী !!! এখানে নুড়ি পাথরে সাজানো নদী দেখে প্রাচীনের আবারো জলে নামার ইচ্ছে হল। শান্তি আর শান্তি। বারিক্কা থেকে অদূরেই এই জাদুকাটা নদী।
জাদুকাটা নদী !!! এখানে নুড়ি পাথরে সাজানো নদী দেখে প্রাচীনের আবারো জলে নামার ইচ্ছে হল। শান্তি আর শান্তি। বারিক্কা থেকে অদূরেই এই জাদুকাটা নদী।
১৫।
১৬।
এখানকার মানুষের জীবিকা মূলত মাছ শিকার, কয়লার ব্যবসা এবং নদী থেকে পাথর সংগ্রহ। জাদুকাটা নদীর একজন প্রবীন মৎস শিকারির জাল ফেলার মুহূর্তের ছবি, অবাক ব্যপার হল লোকটা যতবার জাল ফেলেছে ততবারই কোনও না কোন মাছ ধরা পড়েছেই !!
এখানকার মানুষের জীবিকা মূলত মাছ শিকার, কয়লার ব্যবসা এবং নদী থেকে পাথর সংগ্রহ। জাদুকাটা নদীর একজন প্রবীন মৎস শিকারির জাল ফেলার মুহূর্তের ছবি, অবাক ব্যপার হল লোকটা যতবার জাল ফেলেছে ততবারই কোনও না কোন মাছ ধরা পড়েছেই !!
Posted By:-Sakir (Multifarious Globe Administrator)
Facebook এ আমি Click here