• Latest News

    কম্পিউটার নারী নাকি পুরুষ ?.MulTifarioUs GLobe! [[[জুক্স]]

    কম্পিউটাররে আপনি কোন জেন্ডারে ফেলাইবেন?

    নারী নাকি পুরুষ ?!
    হাসতেছেন? হাসির কিছু নাই। আশা করি এইটা আমাদের জানা আছে, জাহাজরেও (ship) নারীরুপে অনেক দিন ধইরাই ক্যারাকটারাইজড করা হচ্ছে। যেমুন: "Steady as she goes" অথবা "She's listing to starboard, Captain!"

    তো সম্প্রতি, বেশ কিছু কম্পিউটার সায়েন্টিস্টের একটা গ্রুপ (সবাই পুরুষ) ঘোষণা করেন যে, এখন থেকে কম্পিউটারকে "নারীজাতীয়" হিসেবে অভিহিত করিতে হইবেক! :)

    যে চাইরটা কারণে তারা এই সিদ্ধান্তে উপনীত হন সেগুলা হইলো:

    1. এর ভেতরের ইন্টারনাল লজিক নামের কি বস্তু আছে, তাহা এর ক্রিয়েটর/রা ছাড়া কেউ জানে না।

    2. তারা অন্যান্য কম্পিউটারের সাথে যেইভাবে 'নিজস্ব ল্যাংগুয়েজে' কমিউনিকেট করে সেইটা কারো বোঝবার চেষ্টা বৃথা বা বোকামি!

    3. "Bad command or file name" টাইপের প্রম্পট দেইখা আপনে যা বুঝছেন, সেইটা অনেকটা এই রকম "আমি তুমার উপ্রে কিয়ের লিগা চেইতা আছি সেইটা যদি এখনও না বুঝো, তাইলে তুমারে আর বলার কিসু নাই।"

    4. সূক্ষাতিসূক্ষ/ ক্ষুদ্রাতিক্ষুদ্র মিসটেক করলেও সেইটা লং টার্ম মেমোরিতে সযত্নে রাখিয়া দেয়া হয়, পরবর্তিতে উপযুক্ত সময়ে ব্যবহারের জন্য!


    অন্যদিকে, বেশ কিছু কম্পিউটার সায়েন্টিস্টের আরেকটা গ্রুপ (সবাই নারী) ঘোষণা করেন যে, এখন থেকে কম্পিউটারকে "পুং জাতীয়" হিসেবেই অভিহিত করিতে হইবেক! :) ;)

    যেই পাঁচটা কারণে তেনারা এই সিদ্ধান্তে উপনীত হন সেগুলা হইলো:

    ১. এদের কাছে যত ডেটাই থাক তবুও এরা ক্লু লেইস। ডেটা থিকা কি ডিসিশন নিতে হবে তা এরা নিজে নিজে ঠিক করতে পারে না।

    ২. এরা আসছে আপনার সমস্যা সমাধানে সহায়তা করার জন্য, কিন্তূ অর্ধেক টাইমই শেষ হয় এইটার প্রবলেম সলভ/ট্রাবলশুট করতে।

    ৩. যখনই আপনি কোন একটা পিসির মডেল অর্ডার করলেন, তখনৈ বুঝবার পারলেন যে, আর একটু...আর একটু ওয়েট করলেই এর থেকে আরো ভালো মডেল পাইতেন!!

    ৪. এদের এটেনশন দরকার হইলে এদের "টার্ণ অন" করতে হয়।

    ৫. বড় ধরণের কোনো পাওয়ার সার্জ হইলে, যেমুন, বজ্রপাত/ঠাডা পড়লে এরা বাকি রাত মড়ার মতোন পরে থাকে!!


    ___________________________
    আপনার কি মতামত!?
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কম্পিউটার নারী নাকি পুরুষ ?.MulTifarioUs GLobe! [[[জুক্স]] Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top