• Latest News

    গরুর মাংসে আল্লাহু-মোহাম্মদ

     a
    ফরিদপুরে দু’ টুকরো গরুর মাংসে আল্লাহু-মোহাম্মদ লেখা ফুটে ওঠার ঘটনা ঘটেছে। গত দু’দিন ধরে শত-শত মানুষ এ বিস্ময়কর ঘটনাটি নিজের চোখে দেখতে ছুটে যাচ্ছেন ক্বারী মোহাম্মদ মোশাররফ হোসেনের পূর্ব ঝিলটুলীর সৈয়দ সালাউদ্দিন সড়কের বাসায়।
    শহরের ঝিলটুলী চৌরঙ্গী জামে মসজিদের ইমাম ক্বারী মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গত কয়েকদিন আগে তিনি মাংস বাজারের শাহজাহান কসাইয়ের দোকান থেকে কিছু মাংস কিনে আনেন।
    পরবর্তীতে শুক্রবার তার বাসায় মাংস রান্না হয়। রান্নার একপর্যায়ে দু’টুকরো মাংস পাতিলের উপর ভেসে ওঠে। প্রথম দিকে খেয়াল না করলেও পরে দেখা যায়, মাংসের টুকরোর মধ্যে আরবী লেখা।
    পরে মাংস টুকরোগুলো উঠানোর পর দেখা যায়, একটি টুকরোয় আল্লাহু লেখা। অপরটিতে আল্লাহু ও মোহাম্মদ লেখা। পরে মাংসের টুকরো দু’টি আলাদা করে ফ্রিজে রেখে দেয়া হয়।
    এ ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন বিষয়টি দেখার জন্য ক্বারী মোহাম্মদ মোশাররফ হোসেনের বাড়িতে ভীড় জমাচ্ছে। অনেকেই বলেছেন, মাংসের টুকরো দুটিতে স্পষ্টভাবেই আল্লাহু-মোহাম্মদ লেখা দেখা যাচ্ছে। বর্তমানে দু’ টুকরো মাংস তুলে রাখা হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: গরুর মাংসে আল্লাহু-মোহাম্মদ Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top