• Latest News

    পাওলি দামকে নিয়ে এবার নতুন ধরনের হইচই


    বলিউড কাঁপানো নায়িকা পাওলি দামকে নিয়ে এবার নতুন ধরনের হইচই পড়েছে! তবে তিনি এবারে তার পোশাক ছোট করে বাজারে হইচই ফেলে দেননি। এই ‘হইচই’ আসলে নায়িকার নতুন বাংলা ছবির নাম। মু¤¦ইয়ে ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’ ছবিতে কাজ করার পরে আবারও বাংলা ছবির এলাকায় এখন ব্যস্ত পাওলি।
    আপাতত মু¤¦ইয়ে নতুন কোন ছবির কাজ শুরু না হলেও ‘হেট স্টোরি ২’-এ পাওলিকে দিয়ে অভিনয়ের কথা চলছে। তারই ফাঁকে পরিচালক দেবারতি গুপ্তর ‘হইচই’ ছবিতে অভিনয়ের প্রস্তাব আসায় বিনা বাক্য ব্যয়েই রাজি হয়ে যান নায়িকা। আর এর পেছনে কারণ হচ্ছে দেবারতি গুপ্তর এ ছবি খুব অন্যভাবে রুপালি পর্দায় তুলে ধরতে চলেছে তাকে। চিরাচরিত হটকেক, সাড়া ফেলে দেয়া ছবির বাইরে গিয়ে এবারে পাওলি প্রথমবারের জন্য করছেন কমেডি চরিত্র।
    ‘হইচই’ আসলে কয়েকজন বন্ধুর গল্প। পাওলি দাম ছাড়াও এ বন্ধুদের দলে দেখা যাবে রাহুল, প্রিয়াঙ্কা আর বিক্রমকে। এ ছবিতে চেনা চেহারার বাইরে গিয়ে ছোট করে ছাঁটা চুলে ছিমছাম স্টাইলিশ আঁতেল চেহারায় এবারে একটু অন্যরকমভাবেই দর্শকদের মুগ্ধ করবেন পাওলি। ছবিটির পোস্টার ও গানের অ্যালবাম রিলিজ হয়েছে সম্প্রতি। (সূত্র ওয়েবসাইট)।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পাওলি দামকে নিয়ে এবার নতুন ধরনের হইচই Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top