• Latest News

    কিভাবে ফেসবুকে আপনার ফ্রেণ্ড বৃদ্ধি করবেন without being blocked?

    আমরা সবাই ফেসবুক ব্যবহার করি। অনেকে বেশি ফ্রেন্ড এ্যাড রিকোয়েস্ট পাঠাতে গিয়ে হয়তোবা ব্লক হয়ে গেছি, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে আমরা মেয়ে দের কে এ্যাড রিকোয়েস্ট পাঠাতে গিয়ে ব্লক খাই, কিন্তু একবার ভেবে দেখেছেন কি ? যদি এই মেয়েরাই আপনাকে ফ্রেন্ড হিসাবে তাদের এ্যাকাউন্টে যোগ করতে চায় ? তখন ব্যাপার টা কেমন হয় ? অনেকে হয়তবা অনেক রকম বাজে মন্তব্য করবেন, হয়ত বা আমাকে লুইচ্চা-বদমাশ বলে গালা-গাল দিবেন, কিন্তু ভাই আমি যা বলতেছি তা নেহাতই বাস্তবতা, এখন ফেসবুক এ যে হারে মেম্বার বারতেছে তাদের মধ্যে আবার বেশির ভাগই মেয়ে, আর এখন কার ছেলেদের ব্যাপারে আর কি বলব, তারা সুন্দরী মেয়ে দেখলেই এ্যাড রিকোয়েস্ট পাঠাইয়া বসে, চিন্তা করে না যে তার রিকোয়েস্ট মেয়েটা এ্যাক্সেপ্ট না করলেই সে ব্লক খাইবে, কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক হওয়ার একটা নিদ্রিষ্ট অনুপাত আছে, (৫ঃ১) । যদি প্রতি ৫ জন মেয়ের মধ্যে ১ জনও আপনার রিকোয়েস্ট এ্যাক্সেপ্ট না করে, তখন আপনি নিঃসন্দেহে ব্লক খাবেন, এবং ইহা ২ দিন থেকে শুরু করে ২ মাস বা স্থায়ী ভাবে হতে পারে, কিন্তু এই অবস্থা থেকে মুক্তি পাবার উপায় কি ? উপায় যদিও আছে অনেক,
    1.Mass friend request by copy paste e-mail
    2.Friend Suggestion
    ----------------------------------------------------------
    ----------------------------------------------------------

    1.Mass friend Request by copy paste e-mail:
    এই ক্ষেত্রে আপনাকে ফেসবুক গেম মাফিয়া ওয়ার যারা খেলেন শুধু তাদের ্এ্যাড করতে পারবেন, তাদের কে এ্যাড করতে মাফিয়া ওয়ার এর পেইজ এ গিয়ে ইমেইল আইডি কপি করে আপনার আক্যাউন্টে ইনভাইট ফ্রেন্ড
    অপশ্ নে ক্লিক করে কপি করা ইমেইল গুলো পেস্ট করে দেন, ব্যাস কাজ শেষ । কিন্তু এই ভাবে ইনভাটেশন পাঠানো হলে তাদের মধ্যে অনেক ফেক আইডি থাকে, অথবা ইন এ্যাক্টিভ আইডি থাকে । তাই এই পদ্ধতি অনেকটা ঝামেলা পুর্ন । এই ক্ষেত্রে ২য় পদ্ধতি অনেকটা সফল এবং কনো মাত্রায় ঝামেলা নেই, ফেক আইডি এর সঙ্খা অনেক কম থাকে । আবার, এই ক্ষেত্রে বাঙ্গালী ফ্রেন্ড খুব কমই পাওায়া ্যায়, বেশির ভাগই বিদেশি হয়, যেমনঃ ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চায়না, জাপান, মালওয়েশিয়া, UK, USA.

    2.Friend Suggestion:

    এই ক্ষেত্রে যা করতে হবে তা হলো আপনার যে কোনও ফ্রেন্ড কে তার মেয়ে বন্ধুদেরকে suggest করতে বলেন, তাহলে যাদের কাছে আপনাকে ফ্রেন্ড হিশাবে এ্যাড করার জন্য সাজেসন পাঠানো হবে তারা আপনাকে এ্যাড রিকোয়েস্ট পাঠাবে, আপনি শুধু তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট এ্যাক্সেপ্ট করবেন।
    ২য় পদ্ধতি আমার নিজের তৈরী ঃ)
    Find Me on Facebook: Click here
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কিভাবে ফেসবুকে আপনার ফ্রেণ্ড বৃদ্ধি করবেন without being blocked? Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top