• Latest News

    oDESK এ যারা নতুন – তাদের জন্য (টিপস এন্ড ট্রিক্স)


    ————————————
    UPDATED INFO
    অনেক নতুন রা গ্রুপ এ আসছেন। হয়তো ওডেস্কের কথা শুনেছেন, বা পেপার পত্রিকায় দেখে ভাল ধারনা হয়েছে। কিন্তু যেটা জানা দরকার আগে যে – ওডেস্কে কাজ করার জন্য আপনার কিছু স্কিল দরকার। যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপিং ইত্যাদি।
    তবে হ্যাঁ আপনি যদি ইংরেজি ও ইন্টারনেট এ সুপার ফাস্ট হন, তবে এডমিনিস্ট্রেশন লেভেলে কিছু কাজ পাবেন। আর সস্তা কাজ যেমন লাইক, ডাটা এন্ট্রি  - এইসব দিয়ে আপনি লাইফ লিড করতে পারবেন না। তাই আগে স্কিল ডেভেলপ করুন। ব্যাপার হলো – এর জন্য যে সময় দেয়া দরকার – আমরা তা দিতে রাজি নই। টাকা দরকার এখুনি। কিন্তু সেই আসলে একি কথা। কারন সস্তা কাজ পেতেও আপনাকে দীর্ঘদিন যেমন হতে পারে ৩/৪ মাস বা আরো বেশি অপেক্ষা করতে হবে।কারন সস্তা হবার কারনে প্রচুর প্রতিযোগিতা।
    তাই পরামর্শ হলো – এই সময় টা ওডেস্ক ঘাঁটুন আর অন্য দিকে স্কিল বাড়াতে থাকুন।
    কারন ওডেস্ক এমন জায়গা না আপনি ২ দিনে একে হাতের তালুর মতো চিনে যাবেন। সত্যি ই অনেক কঠিন জায়গা। এখানে মজবুত না হলে আপনি টিকা তো পরে, ঢুকতেই পারবেন না। একাউন্ট করা মানে আসলে ঢোকা না। একাউন্ট করা মানে ইভেন শুরু ও না। তো আপনি এই কথা গুলো না মেনে যদি চেষ্টা করেন – কিছু দিন পরেই হতাশা আপনাকে ঘিরে ধরবে। তবে স্কিল যদি ডেভেলপ করেন – এত টাকা কামাতে পারবেন – যা আপনি এখন ও কল্পনা করেন নি। আর এত কম্পিটিশন ও নেই। কাজ আপনাকে খুজে নেবে। ক্লায়েন্ট পেছেন পেছন আসবে।
    —————————————
    এইমাত্র এক জনের পোস্টিং এ কিছুখন কমেন্ট করে আসলাম টিপস হিসেবে। পোস্ট টা এমন
    “ধুর ছাই! কোন কাজই পাই না :/ “
    ভাই এর প্রফাইল পুরাই ফাকা আর যা আছে তাতে ক্লায়েন্ট আগে কিছুক্ষণ হাসবে।
    সব টিপস এর আগে একটা টিপস নেন। এটা মহা টিপস
    মহা টিপস
    আপনার ক্যাটাগরির ওডেস্ক এর ভালো ফিডব্যাক ওয়ালা কন্ট্রাক্টর দের প্রফাইল অন্তত ৩০-৫০ প্রফাইল ঘাঁটেন। দেখেন ওরা কি দিছে আর কি দেয় না। আর তার পর আপনার টা সাজান ভালো মতো।
    আর আপনার প্রফাইল তো আপনার বন্দুক। ক্লায়েন্ট রে মারবেন তো সে ঘায়েল।
    কিছু জিনিস ওখানে নাই। যেমন কভার লেটার। এটার জন্য এবার গ্রুপ এর ডক পড়েন। / বা ওডেস্ক এর কভার লেটার এর টিপস পড়েন।
    কেউ কোন কষ্ট করে না আর পোস্ট দেয় ধুর ছাই কোন কাজ পাই না। বড়ই আজিব।
    ১ নং টিপস
    অনেকের দেখছি একাউন্ট সাসপেন্ড হচ্ছে। কারন হলো ওডেস্ক ঠিক মতো না জেনে শুনে পা বাড়ানো – কাজ পাওয়ার চেষ্টা করা। ওডেস্ক এ বেশ কিছু policy আছে যা না মানলে, ভংগ করলে সাসপেন্ড হতে হয়। আর তখন নিজের নামে ভবিষ্যতে কক্ষনো আইডি করা যাবে না – ভেরিফাইড ও করা যাবে না। তাই কাজের লোভে short cut রাস্তায়, তাড়াহুড়া করলে পরে যে ক্ষতি হবে, তা অপূরণীয়।

    আপনার English যদি মোটামুটি ও হয়, নিজেই ঘাঁটতে থাকুন ওডেস্ক। ঠেকে ঠেকে শিখুন আপনার শেকড় মজবুত হবে। এর মানে কি জানেন? আপনি আর কারো মুখাপেক্ষি নন। যারা ওডেস্ক এ কাজ করছেন, জানেন, এর ভেতর কত অসংখ্য বিষয় আছে, খুটি নাটি আছে। ওডেস্ক যা মনে, হয়, তার চে অনেক কঠিন। তবে যারা নিজে ঘেঁটে ঘেঁটে শিখেছে, তাদের কাছে, পানির মতো। জানি না অন্যরা এ ব্যাপারে কি বলবেন।
    যাই হোক, তারা গোড়া মজবুত না হবার কারনে, দিনে ৫০ বার অন্যর মুখাপেক্ষি হচ্ছে। আপনি যদি short cut পথ খোজেন, আপনার ও তাই হতে যাচ্ছে।
    আগে basic তা ঠিক করুন, তারপর না হয় বিভিন্ন প্রশ্ন করুন। হেল্প নিন।
    আর অনেকে তো এসেই পোস্টিং দেয়, ভাই একাউন্ট করছি, বলেন, টাকা আসতে কয়দিন লাগবে। আর একটা কমন প্রশন হল – ভাই একাউন্ট করছি, ২ মাস/১ বছর কোন কাজ পাইনা।
    কাজ পাওয়ার সম্ভাবনা তার ই সবচে বেশি, যে সবচে বেশি ওডেস্ক এ দেয়া গাইড লাইন ফলো করে। এছাড়া বেশ কিছু ডক আছে এখানে বেশ হেল্প ফুল – যা বাংলাতে আছে।
    আপনি ৬ মাস ১ বছর কাজ পান না, মানে আপনি ফলো করেন নি গাইড। 
    আপনার ইংরেজি দুরবল হলে, ভালো কোন জায়গায় কোর্স করতে পারেন -ওডেস্ক এর। তবে ওখানে ও আপনাকে সবকিছু দেখাতে পারবে না – সত্যিটা হলো, তা সমভব না। ওডেস্ক অনেক ব্যাপক।
    আর একটা কথা, অনেকের দেখেছি, কাজ রানিং থাকা অবস্থায় ও একাউণ্ট সাসপেন্ড হয়। সেই একি কারন। ওডেস্কের পলিসি, নিয়ম কানুন ভালো ভাবে জানা না থাকার দরুন।
    অলসতা করে দেখেনি – ব্যাস সাসপেন্ড। এখন দুঃখের সিমা নাই। বুদ্ধিমান তারাই যারা আগেই তৈরি থাকে।
    নিজেকে তৈরি করুন।

    নিচের লিঙ্ক গুলো ওডেস্ক এর Learning center er :
    Getting Started:
    Contractor Quick Start Guide https://kb.odesk.com/questions/1439/Getting+Started%3A+Contractor+Quick+Start+Guide
    Getting Started: Contractor-101 https://kb.odesk.com/questions/1434/Getting+Started%3A+Contractor+101
    oDesk User Agreement
    https://kb.odesk.com/questions/1386/oDesk+User+Agreement
    oDesk Policies
    https://kb.odesk.com/questions/1424/oDesk+Policies
    সম্প্রতি একজন কে এই মেসেজ পাঠিয়েছে ওডেস্ক
    “As part of oDesk’s commitment to keeping our Marketplace safe for clients and contractors, we conduct reviews on oDesk accounts that are associated with dispute(s), negative feedback(s), and policy violation(s). oDesk retains the right to suspend an account if a contractor, or client, breaches the oDesk user agreement.
    Based on a review of your account, we noticed that you received negative feedback from an ended contract.
    In order to avoid negative feedback, we encourage you to review the links below:
    https://kb.odesk.com/questions/1479/How+can+I+avoid+future+disputes%3F
    https://kb.odesk.com/questions/1406/Policy+2.5%3A+Managing+and+Working+on+Contracts#working
    We acknowledge that you have completed contracts successfully, but consider this notification a reminder that excessive disputes, negative feedback, or any policy violation, may result with account suspension.”
    ২ নং টিপস
    হেলো ভাই নতুন, আপনি ওডেস্কে এখন ও কাজ পান নি। তাই প্রথম কাজের অফার পেয়ে চোখ বন্ধ করে দিলেন লাফ – আর পড়ছেন বিপদে। এই কাজ তো আপনার দ্বারা করা জীবনেও সম্ভব না। তাই ১০০% নিশিচত না হয়ে কাজ না নেয়াই হচ্ছে উত্তম কাজ। আসছে দিন ভালো হবে।
    ৩ নং টিপস
    (কেইস স্টাডি)
    একটা ক্লায়েন্ট জার কোন ফিডব্যাক ছিল না, নতুন- ওডেস্কে কাজ কিভাবে করায় জানতো না, ধইরা ধইরা সব শিখাইলাম। আর সে ই দিলো একটা বাজে ফিডব্যাক। ফিডব্যাক হীন ক্লায়েন্ট এর কাজ করার কারনে এই অবস্থা। আর করবো না। পেমেন্ট মেথড ডাবল ভেরিফাইড হোক। আর আমার ভুল ছিলো – আমি একটু কেয়ার লেস হয়ে গেছিলাম। ৫ তারা যেন আমার বাপের প্রপার্টি। তবে এটা সাপে বর হইছে। এখন বুঝলাম।একটু খানি অলসতাও বিপদ ডেকে আনতে পারে। আপনারা যেই কাজ ই করেন ১০০% গুরুত্ত দিয়ে কাজ করবেন। কাজ দরকার হলে কম করেন। কিন্তু পেরফেক্ট লি করেন। একটা ফিডব্যাক আপনাকে ডাউন করে দিবে।
    ৪ নং টিপস
    ওডেস্কে আপনার ক্যাটাগরির কনট্রাক্টরদের প্রফাইল ফলো করুন। এবং আপনার টাও তার মতো প্রফেশনাল করুন।
    (এটাই সেই মহা টিপস।)
    ৫ নং টিপস
    প্রতিদিন ১০ টা কাজে বিড করুন।
    ৬ নং
    ডাক্তার দেখান। মানে আপনার প্রফাইল টা এক্সপার্ট দের দেখান।
    ৭ নং
    ক্লায়েন্ট কে কাজের জন্য তেল দিবেন না।
    ৮ নং
    কভার লেটার এ কাজের/পোর্টফলিওর লিঙ্ক দেন।
    সামনে আরো দিবো। সাথেই থাকুন।
    আপনার ওডেস্ক এর পথ চলা সফল হোক।
    ধন্যবাদ।
    SAKIR
    সিইও – নেক্সট ফিউচার।
    বিঃদঃ (১)  কোন ভুল পেলে  জানানোর জন্য বিনীত অনুরোধ রইলো।
    (২) অনুমতি ছাড়া এই doc অন্য কোথাও ব্যবহার /এডিট করা যাবে না। 
                                MulTifarioUs GLobe
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: oDESK এ যারা নতুন – তাদের জন্য (টিপস এন্ড ট্রিক্স) Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top