চলতি বাজারে আইপি হাইড করার জন্য অনেক সফটওয়্যার পাওয়া যায়। কিন্তু সেগুলোর বেশীরভাগই সন্তোষজনক সেবা দিতে অক্ষম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুন ব্রাউজার যার মাধ্যমে আপনি খুব সহজেই প্রক্সি সার্ভার ব্যবহার করে আইপি হাইড করতে পারবেন। যারা ইন্টারনেট প্রোটোকল এ্যাড্রেস বা আইপি এ্যাড্রেস লুকিয়ে রেখে ইন্টারনেট ব্রাউজিং করতে চান, তাদের জন্য এই সফটওয়্যারটি একশতভাগ দরকারী। যারা হ্যাকিং চালাতে আগ্রহী, আইপি লুকানো তাদের জন্যও এটি অনেক প্রয়োজনীয় । কোন কোন সাইটে এক আইপি দিয়ে বার বার রেজিস্ট্রশন করা নিষিদ্ধ থাকে। কখনও কখনও একদিনে অনেক ই-মেইল খোলার দরকার হয়, সেখানেও থাকে আইপি সংক্রান্ত সমস্যা। সমাধান হিসাবে আপনারা ব্যবহার করেন একাধিক ব্রাউজার এবং সেই সাথে কুকিজ ডিলিট করেন। কারও কারও কাছে একাধিক ব্রাউজার থাকেনা,অনেকে আবার কুকিজ ডিলিট করতে পারেন না। এই সমস্যাগুলো নিরসনের জন্য এখনই ঝাপিয়ে পড়ুন !! ডাউনলোড করে নিন হাইড আইপি ব্রাউজার ! ১৩টা দেশ ও ২৭টি শহরের আইপি ব্যবহারের সুবিধা পাবেন এই ব্রাউজার থেকে। সেই সাথে জানতে পারবেন আপনার কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার কেন্দ্রিক সকল ধরনের তথ্য। এই লিঙ্কে ক্লিক করে ব্রাউজারটি ডাউনলোড করে নিন। তারপর উইনরার সফটওয়্যার দিয়ে ডাউনলোডেড ফোল্ডার আনজিপ করুন। সেটআপ ফাইল পেয়ে যাবেন। ব্রাউজার ওপেন হওয়ার পর,এ্যাড্রেসবারের উপরে লক্ষ্য করুন। সেখানে প্রক্সি সার্ভার নামের অপশন পাবেন।