কেমন আসেন ? আশা করি ভাল । আজ আমি আপনার মাঝে এমন একটা সফটওয়্যার শেয়ার করবো যা দিয়ে আপনি আপনার ছবিতে ইচ্ছামত অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারবেন। এই সফটওয়্যার টির নাম হল Boxoft Photo Magic Maker । এটার ভিতরে আপনি আবেন্ বিভিন্ন ধরনের কালার ইফেক্ট , আর এই ইফেক্ট গুলো দিতে আপনার কোন কস্ট হবে জাস্ট একটা ক্লিক করলেই হবে।
নিচের দেওয়া লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবংইনস্টল দিন। ইনস্টল দেওয়া শেষ হলে নিচে দেওয়া সিরিয়াল কি টা ডাউনলোড করে নিন এবং সিরিয়াল কি দিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন শেষ হলে নিচের ছবির মত একটা উইন্ডো আসবে।
এবার আপনার যে ছবিটে ইফেক্ট দিতে চান তা সিলেক্ট করে দিন এবং ইফেক্ট এর বাটন গুলোতে ক্লিক করুন । এবার যে ইফেক্ট যুক্ত ছবিটা আপনার ভাল লাগে তা সিলেক্ট করে সেভ করুন। কি অনেক সজা তাই। তো দেরি করতেছেন কেন ? এখেনেই লেগে পড়ুন মাঠে আর এক ক্লিক এ ইফেক্ট দিন আপনার পসন্দের ছবিতে। আর ভাল লাগলে মন্তব্য করে জানাবেন। এ রকম আর কিছু সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করবো। সবাইকে ধন্যবাদ।

ডাউনলোড লিঙ্ক (সফটওয়্যার)
ডাউনলোড লিঙ্ক (সিরিয়াল কি)
ডাউনলোড করার সময় পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড হল: Sakir
