সু প্রিয় বন্ধুরা শুরুতেই জানাই সালাম এবং শুভেচ্ছা। আমরা অনেকেই অনলাইনে টিভি দেখি। আবার কেউ রেডিও শুনি। আর এজন্য আমাদেরকে বিভিন্ন ওয়েব সাইট ব্যবহার করতে হয়। কিন্তু সমস্যা হল সকল পছন্দের চ্যানেল একই সাইটে পাওয়া যায় না। ফলে আমাদেরকে এক এক চ্যানেল দেখার জন্য এক এক সাইটে যেতে হয়। যা বিরক্তিকর এবং যন্ত্রনাদায়কও বটে। আর তাই আজ আমি আপনাদেরকে একটি ফ্রী সফ্টওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব।সফটওয়্যারটির নাম: iTV EXPRESS
সুবিধাসমুহ: ১। ২৮ টি বাংলা চ্যানেল ও ৯ টি ইসলামিক চ্যানেল সহ প্রায় ২২০ টির মত দেশী বিদেশী চ্যানেল দেখতে পারবেন। ২। ১৯ টি এফ.এম ও অনলাইন রেডিও শুনতে পারবেন। ৩। Discovery, Discovery Turbo, Nat Zeo, Nat Zeo Wild সহ বেশ কিছু ডকুমেন্টারী চ্যানেল দেখতে পারবেন। ৪। HBO, MGM, TELECINE, Warner, universal সহ অনেক Movie চ্যানেল দেখতে পারবেন। ৫। Star Cricket, Tensports, Espn usa, Espn India সহ অনেক Sports চ্যানেল দেখতে পারবেন। ৬। AlJazeera, CNN, CSPAN, NDTV সহ বেশ কিছু Newsচ্যানেল দেখতে পারবেন। ৭।Cartoon Newwork, Disney, Nick সহ চল্লিশটিরও বেশী কিডস চ্যানেল দেখতে পারবেন। ৮।Star Plus, Sony, Star Gold, Zee Cinema সহ বেশ কিছু ইন্ডিয়ান চ্যানেল দেখতে পারবেন। ৯। Ary, AryNews, PTV HOME, qtv সহ কিছু পাকিস্তানি চ্যানেল দেখতে পারবেন। ১০। Food Network, CW, Star Movies, Bravo, Fox, CBS সহ অনেক USAচ্যানেল দেখতে পারবেন। ১১। Also see Brazil and Italy Tv Channel. ব্যবহার: মেনু থেকে আপনার পছন্দের চ্যানেলটিতে কিøক করুন। চ্যানেল লোড হতে ৩০ সেকেন্ড থেকে ২ মিনিট লাগবে। সমস্যাসমুহ: কিছু চ্যানেল লোড হওয়ার সময় ভিডিও এর ওপর অ্যাড আসে। তবে এগুলো ১৫ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যে স¦য়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু Full Screen এ দেখলে অ্যাড এর ঝামেলা নেই।(Video-RightClick-Toggle FullScreen) কিছু কিছু বাংলা চ্যানেল দেখার সময় ভিডিও ফ্রেম পুর্ণাঙ্গভাবে দেখা যায় না। সেক্ষেত্রে ভিডিওটির ওপর Right Click করে "Toogle FullScreen" অপশানে কিøক করতে হবে। অথবা সফটওয়্যারটি বন্ধ করে পুনরায় চালু করতে হবে। তবে অন্য সকল চ্যানেল দেখতে তেমন কোন সমস্যা হয় না। ডাউনলোড লিংক: Click Here For Download(MediaFire Link) বি:দ্র: Software টি Windows ৭ এবং ৮ এ সরাসরি ইন্সটল করতে পারবেন। (তবে XP এর জন্য dot net ২.০ ইন্সটল করতে হবে।) সবাইকে ধন্যবাদ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য।
Facebook এ আমি Click Here