• Latest News

    সম্রাট অশোক ও রহস্যময় মানব!.MulTifarioUs Globe News

    সম্রাট অশোক আমাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল নাম।  তবে আজকের এ লেখার পটভূমি ভিন্ন। সম্রাটঅশোক আর তার নয় অজানা মানব। কারো কাছে ফ্যান্টাসি মনে হতে পারে, কারো কাছে মিথ, কারো কাছে সত্যিই ভাববার মতো। আমার কাছে মিথ আর সত্যের মাঝামাঝি কিছু।  সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা নেয়ার পরপরই গঠন করলেন ৯ সদস্যের একটি দল-পৃথিবীর ইতিহাসের সবচাইতে গোপন। যাদের দায়িত্ব ছিল জ্ঞান সংগ্রহ করে তা সংরক্ষণ করা। তাও এমনসব জ্ঞান যা সাধারণ মানুষের কাছে বা ভুল মানুষের হাতে গেলে তা হতে পারে  মানবসভ্যতার জন্য হুমকি। নয়জনে লিখলেন নয়টি বই যাতে যুক্তিক্ষতগত করা হলো কিছু বিদ্যা।
    ১.প্রপাগান্ডা ও সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ২.ফিজিওলজি- ৩.মাইক্রোবায়োলজি ৪.আলকেমি ৫.কমিউনিকেশন ৬.গ্র্যাভিটেশন ৭.কসমোলজি
    ৮.লাইট
    ৯.সোসিওলজি।
    ভাবতে কী অবাক লাগে না। খ্রিস্টপূর্ব২৭৮ সালে এ ঘটনা ঘটেছিল। ধারণা করা হয় এ সোসাইটির লোকরা অর্থাৎ এ নয়জন মানুষ অমরত্ব লাভ করেছিলেন। আর মাঝে মধ্যে তারা আসেন আমাদের মাঝে মনুষ্যত্বের খাতিরে মানবতার স্বার্থে। বলা হয়ে থাকে পোপ সিলভেস্টার ২য়-এর সঙ্গে তাদের যোগাযোগ ছিল। কলেরা ভ্যাকসিন আবিষ্কারেও নাকি ছিল এ নয়জনের প্রত্যক্ষ সহযোগিতা। কন্সপাইরেসি থিওরিস্ট ও থিওসফিস্টরা বিশ্বাস করেন এ নয়জন মানবতার স্বার্থে কাজ করে যাচ্ছে। জগদীশ চন্দ্র বসুও নাকি সরাসরি সহযোগিতা পেয়েছিলেন তাদের রেডিও আবিষ্কারের সময়ে।
    সূত্র :

    My Blog
    www.moneyget-bd.tk
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সম্রাট অশোক ও রহস্যময় মানব!.MulTifarioUs Globe News Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top