চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার হলে অন্তর্বাস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাতে অসদুপায় অবলম্বন করা থেকে শিক্ষার্থীদের নিবৃত্ত করতেই কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে বলে ডেইলি মেইল এক রিপোর্টে জানিয়েছে। তারহীন শ্রবণযন্ত্রসহ নানা ধরনের আধুনিক যন্ত্রের সন্ধানে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের গাওকাও নামে পরিচিত পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখেই মেটাল ডিকটেটর দিয়ে শরীর পরীক্ষা করছেন। শিক্ষার্থীদের শরীরে কোন ধরনের ধাতব যন্ত্রের সন্ধান পেলে তাকে আর পরীক্ষা কেন্দ্রে ঢোকার সুযোগ দেয়া হচ্ছে না। তবে যেসব শিক্ষার্থীর শরীরে পেসমেকার বা অন্য কোন ধরনের ধাতব যন্ত্র স্থাপন করা রয়েছে তাদেরকে এ পরীক্ষায় অংশ নেয়ার জন্য হাসপাতাল থেকে বিশেষ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। দ্বিতীয়বার অংশগ্রহণের পর যারা এ বিশেষ পরীক্ষায় অকৃতকার্য হয় তাদেরকে আর এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয় না।
এ বছর ৯০ লাখ শিক্ষার্থী সামনে এগিয়ে যাবার এ বিশেষ পরীক্ষায় অংশ নিচ্ছেন। এতে অংশ নেয়ার জন্য শিক্ষার্থীদের ধাতববিহীন জুতো এবং ধাতব বোতাম ও জিপার সমৃদ্ধ প্যান্ট পরিহার করে সাধারণ বোটামের প্যান্ট ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। আর নারী শিক্ষার্থীদের বলা হয়েছে, ধাতব ক্লাপস ছাড়া যে কোন ধরনের স্পোর্টস ব্রা তারা ব্যবহার করতে পারবেন। গত বছর এ প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১৫০০ শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া তখন ৬০০০০-এর বেশি বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্র উদ্ধার করা হয়েছিল।