• Latest News

    রমজানে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচী

    অর্থনৈতিক রিপোর্টার ॥ পবিত্র রমজানে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান পরিচালনায় নতুন সময়সূচী নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রমজানে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে এ প্রতিষ্ঠানগুলো।
    রবিবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের পাঠিয়েছে।
    নতুন সময়সূচী অনুসারে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রমজানে সকাল সাড়ে ৯টায় অফিস শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
    এদিকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি রয়েছে। তবে অন্য সময়ের মতো রমজানেও নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনসহ গ্রাহক সেবা অব্যাহত রাখতে হবে।
    এর আগে গত ২৪ জুন সরকার রমজান মাসে সরকারী অফিস আদালতের জন্য নতুন সময়সূচী ঘোষণা করে।
    এ সূচী অনুসারে সকাল সাড়ে ৯টায় অফিস শুরু হয়ে চলবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। মাঝখানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে।
    রমজান মাস শেষ হওয়ার পর এ প্রতিষ্ঠানগুলোর অফিস সময়সূচী রমজান পূর্বাবস্থায় ফিরে আসবে।

    রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে মতবিনিময়
    স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আসন্ন রজমানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার উদ্দেশ্য রবিবার দুপুরে যশোর চেম্বারের উদ্যোগে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএনএম মঈনুল ইসলাম। যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে চেম্বার ভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাজ্জাদুল করিম কাবুল, সাজ্জাদুর রহমান সুজা, কোষাধ্যক্ষ শামিম হোসেন, নির্বাহী কমিটির সদস্য কাসেদজ্জামান সেলিম প্রমুখ। সভায় মঈনুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া নির্ধারিত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতে হবে। একই সাথে পণ্যের মূল্যতালিকাও টাঙাতে হবে। এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, মাছে বা ফলে ফরমালিন পাওয়া গেলে ব্যবসায়ীদের ছাড় দেয়া হবেনা। এর জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। মতবিনিময় সভায় চেম্বার অব কমার্সের সভাপতি রমজানে দ্রব্যমূল্যে সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রমজানে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচী Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top