• Latest News

    facebook, nimbuzz, gtalk, yahoo ইত্যাদি সকল আইডির বন্ধুদের সাথে Chat (কথা) হবে একসাথে, এক সফটওয়্যার এ। তাও আবার নোতুন ভার্শনের Nimbuzz সফটওয়্যার দিয়ে।

    আসসালামু আলাইকুম। আশাকরি ভালো আছেন?
     আজকের বিষয় সবাই আগে থেকেই যানে। তার পরও আমি মনে করিয়ে দিচ্ছি।
    facebook, nimbuzz, gtalk, yahoo ইত্যাদি সকল আইডির বন্ধুদের সাথে Chat (কথা) হবে একসাথে, এক সফটওয়্যার এ। তাও আবার নোতুন ভার্শনের Nimbuzz সফটওয়্যার দিয়ে।

    Nimbuzz সম্পর্কে নোতুন করে বলার কিছু নাই। আমি জানি এই সম্পর্কে আমার চেয়ে ভালো জানেন আপনারা। তার পর যারা জানেননা তাদের জন্য হালকা ইংগিত......।
    Nimbuzz এর মাধ্যমে আপনার যতো chat করার আইডি আছে (facebook, nimbuzz, gtalk, yahoo, Skype ইত্যাদি) সকল বন্ধুদের কে এক সাথে দেখতে পারবেন এবং অনলাই অফলাইন বুঝতে পারবেন। অনলাইনের অন্ধুদের সাথে chat করতে পারবেন।


    nimbuzz to nimbuzz এর বন্ধুদের সাথে আকেবারে ফ্রী কল দিয়ে কথা বলতে পারবেন। (বেসিকিছু বললে  লুকে পাগল বলবে... কারন, বলবে আমরা তো আসব জানি... তবে কেন আবার বলছে...) যারা জানেন R যারা জানেননা দুপক্ষই নোতুন ভার্শনের nimbuzz 2.5.0 সফটওয়্যার টা ডাউনলোড করে নিন।
    ডাউনলোড করতে প্রথমে এখানে ক্লিক করুন
    অথবা
    এখানে ক্লিক করুন
    এরপর দেখবেন একটি নোতুন পেজ আসবে। আপনি 5 থেকে 6 সেকেন্ড অপেক্ষা করেন। দেখেন পেজটির উপরে ডানপাশে Skip লিখা আছে। আপনি Skip লিখায় ক্লিক করেন। এবং ডাউনলোড করেন।

    অনেক তারা হুরা করে লিখেছি। লিখায় ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টি তে দেখবেন।
    সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: facebook, nimbuzz, gtalk, yahoo ইত্যাদি সকল আইডির বন্ধুদের সাথে Chat (কথা) হবে একসাথে, এক সফটওয়্যার এ। তাও আবার নোতুন ভার্শনের Nimbuzz সফটওয়্যার দিয়ে। Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top