• Latest News

    হার্ডডিস্ক সমস্যার সহজ সমাধান

    হার্ডডিস্কে সমস্যা হলে বিভিন্ন টুলসের মাধ্যমে এর সমাধান করা যায়। পার্টিশন করা বা এ ধরনের সমস্যা সমাধানের দারুণ একটি বুটেবল টুলসের সমষ্টি হচ্ছে পার্টেড ম্যাজিক। এতে রয়েছে পার্টিশন প্রোগ্রাম, ফাইল সিস্টেম টুলস, বুটিং লোডার টুলস, এক্স ইউটিলিটিস, কনসল ইউটিলিটিস শ্রেণীতে ১০০টির মতো টুলস।
    পূর্ণাঙ্গ তালিকা পাবেন ক্লীক এখানে  ঠিকানার ওয়েবসাইটে।
    পার্টেড ম্যাজিকের ১৩৫ মেগাবাইটের আইএসও ফাইলটি  Click here থেকে নামিয়ে নিয়ে সিডিতে রাইট করে নিন। ফ্রিওয়্যার, ওপেন সোর্স এই বুটেবল ডিস্কটি দিয়ে কম্পিউটার চালু করে সমাধান করতে পারবেন হার্ডডিস্কের বিভিন্ন সমস্যা।
    Facebook  এ আমি Click here
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: হার্ডডিস্ক সমস্যার সহজ সমাধান Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top