১। অনলাইন ইন্টারভিউ:
হাজার হাজার ডিজাইন ব্লগ /প্রতিষ্ঠান আছে যেখানে আপনার সমস্যার সমাধান খুজে পাবেন । বা কারো সমস্যার সমাধান দিতে পারেন।
২।ম্যাগাজিনে লেখালেখি:
বিভিন্ন অনলাইন ম্যাগাজিনে লেখা লেখি করুন। লেখা প্রকাশ পাওয়া একটু কস্ট সাধ্য হলেও আপনাকে খুব সহজে সবার মাঝে পরিচিতি করতে পারে আপনার কিছু ডিজাইন সহ ম্যাগাজিনের লেখা।
৩। ইবুক লিখুন:
ম্যাগাজিনে নিজেকে ঊপস্তাপনের চেয়ে কিছু কাজ সহ ই-বুক তৈরী করা সহজ । শুধু মাত্র ভলো মানের ডিজাইন গুলোই সেখানে প্রকাশ করবেন। সুন্দর ব্যাক গ্রাউন্ড সহ ই-বুক ডিজাইন করুন।
৪।ডিজাইন বুক প্রকাশ :
আপনার কাজের বর্ণনা অভিজ্ঞতা সেরা কাজ ও কালেকশন নিয়ে একটি ডিজাইন বই প্রকাশ করুন।
৫।ওয়েবসাইট খুলুন:
ডিজাইন সম্পর্কিত ওয়েবসাইট খুলতে ও দৈনন্দিন কাজে বর্ণনা দিতে পারেন । সাইটটি অবশ্যই নান্দনিক ও ব্যতিক্রম ডিজাইনের ভরা থাকতে হবে।