• Latest News

    বিভিন্ন ইমেইল সেবা



     এতে আপনি যাকে মেইলে যেকোন ধরনের এটাচ ফাইল প্রেরণ করতে চান তার ইমেইল এড্রেস সেন্ড ফাইল টু এর ঘরে লিখুন এরপর ফাইল এটাচ করতে এটাচ ফাইল এর ব্রাউজ- ক্লিক করুন এরপর আপনার ফাইল যেখানে বা যে ড্রাইভে রয়েছে সেখান থেকে ফাইল সিলেক্ট করুন এরপর ইউর ইমেইল এর ঘরে আপনার ইমেইল এড্রেস লিখুন এরপর সেন্ড ফাইল- ক্লিক করুন, এতে আপনার এটাচ করা ফাইল সেন্ড হয়ে গেল। এখন ইমেইল গ্রহীতা তার মেইল-সাইন করে ইনবক্স থেকে কাঙ্খিত মেইলে ক্লিক করার পর নিচের মত ছবি দেখতে পাবেন


    এছাড়াও আমি আরেকটি সাইটের সন্ধান দিচ্ছি, যেখানে আপনার প্রয়োজনীয় ফাইল স্টোরে জমা করে রাখতে পারেন, কারণ আপনার কম্পিউটারে সংরক্ষিত ফাইল পেন ড্রাইভে বা অন্য কোন উপায়ে বহন করা অনেক বিরক্তির কাজ, তাই আপনার প্রয়োজনীয় ডুকুমেন্ট সমূহ সাইটের স্টোরে জমা রাখলে আপনি বিশ্বের যেকোন জায়গা থেকে সাইটি ওপেন করে ফাইল গুলি নিয়া কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনার কাজ হবে সাইটে ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে তারপর ডানপাশে মডিফাই-এর নিচে এড ডুকুমেন্ট- ক্লিক করে আপনার কাঙ্খিত ফাইল এড করুন, এতে নিচের মত ছবি দেখতে পাবেন


    সাইটটি হলো https://www.storebigfile.com

    অন্যদিকে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা শুধু জিমেইল ইয়াহু মেইলকেই চিনেন আসলে অনেক মেইল সার্ভিস সংস্থা রয়েছে, যা নিচে উল্লেখ করা হলো। 

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বিভিন্ন ইমেইল সেবা Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top