• Latest News

    without deposit earn from forex ডিপোজিট ছাড়াই ফরেক্সে ট্রেড করে আয় করুন


    সম্মানিত ফরেক্স ট্রেডারগণের জন্য সুখবর, যাদের ফরেক্স সম্পর্কে ধারনা রয়েছে, তাদের জন্য এই প্রয়োজনীয় একটি পোষ্ট। অনেকে আছেন ফরেক্স করা শিখেছেন বা ট্রেড করে লসও দিয়েছেন বা ডিপোজিট করতে ভয় পাচ্ছেন, তারা ইচ্ছে করলে ডিপোজিট না করেও ফরেক্সে ট্রেড করতে পারবেন। আজ আমি 

    আপনাদের সম্মুখে ধাপে ধাপে কিভাবে ফরেক্সে ডিপোজিট ছাড়া ট্রেড করা যায় তা উপস্থাপন করবো। আমি প্রথমে নিজেও সম্পর্কে জানার পর প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছে। কারণ আমি জানতাম যেকোন ফরেক্স ব্রোকারে ডিপোজিট করলে তাতে ব্রোকার থেকে ডিপোজিটের সাথে একটি নির্দিষ্ট পরিমান বোনাস প্রদান করা হয়। কিন্তু ডিপোজিট ছাড়া কিভাবে ট্রেড করা সম্ভব তা আজ আমি আপনাদেরকে দেখাব। আমি নিজেও এভাবে ট্রেড করছি। এছাড়াও আজ প্রায় দুবছর ধরে আমি ফরেক্স করি, উক্ত অভিজ্ঞতা ফরেক্স সম্পর্কে নতুন নতুন তথ্য নিয়ে প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করবো বা তথ্য উপস্থাপন করবো। ইচ্ছে করলেই এই জ্ঞান শেয়ারের ক্ষেত্রে আপনারা এই আমার সাথেই থাকতে পারেন। যা হোক এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো ফরেক্স ফোরামে কমান্ড পোষ্ট করে আয়। প্রথমে ফোরাম সম্পর্কে একটু ধারণা দিই। যেমন আপনি কারো সাথে কথা বলতে বলতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোন বিষয় সম্পর্কে আলাপ চারিতা ব্যক্তির নিকট মন্তব্য করলেন, মৌখিক কথাটিই হলো কমান্ড বা মন্তব্য। কিন্তু যদি আপনি একই ধরনের মন্তব্য লিখিতভাবে করেন তাও কিন্তু মন্তব্য। ঠিক এই ধরনের একটি বিষয় হলো আপনি ফরেক্স সম্পর্কে যদি একটু ধারণা রাখেন তাহলে ফরেক্স সম্পর্কে অবশ্যই আপনি মন্তব্য করতে পারবেন, তাই বলে আপনি ফরেক্স সম্পর্কে একেবারে -টু-জেড জানতে এমন কোন কথা নেই। আপনি শুধু ফরেক্স সম্পর্কে মোটামুটি ধারণা রাখলেই চলবে। যেমন: আপনি মন্তব্য পোষ্ট করলেন বা লিখলেন, ফরেক্স কাহাকে বলে, ফরেক্সে কিভাবে লাভ করা যায়, কিভাবে লস হয়, কিভাবে ট্রেড করা উচিত, ইন্ডিকেটর এর কাজ কি, ফরেক্স ব্যবসার সুবিধা-অসুবিধা ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা গুলোর উত্তর বা মন্তব্য আপনি পোষ্ট করলেন, তাও কিন্তু লেখা বেশি না, ইংরেজীতে এক থেকে দেড় লাইনের লেখাই যথেষ্ট। ফরেক্স সম্পর্কে আপনার মনে যা প্রশ্ন বা নানা কথা আছে তা একটি একটি পোষ্ট লিখবেন। ৩টি ফোরাম পোষ্টিং সাইট রয়েছে, ফোরাম সাইট গুলো ইন্সটাফরেক্সে এই বোনাস দিয়ে থাকেন। ফোরাম সমূহ হলো Indian Forum, Forum mt5, nigeria forum, ইন্ডিয়ান ফোরামে প্রতি পোষ্টের জন্য দেওয়া হয় ৩০সেন্ট করে আর ফোরাম এমটি ফাইভ নাইজেরিয়া ফোরামে দেওয়া হয় ২০সেন্ট করে। আপনি দৈনিক প্রতিটি ফোরামে ১০টা করে পোষ্ট করতে পারবেন ৩টা ফোরামে ৩০টা পোষ্ট করতে পারবেন। একই পোষ্ট ৩টা ফোরামে পোষ্ট করবেন, তবে দুচারটা শব্দ পরিবর্তন করে দেবেন। এবার বলবো পোষ্ট করার নিয়ম সম্পর্কে: প্রথমে আপনি লগিং করুনhttp://instaforex.com ইন্সটাফরেক্স একটি লাইভ একাউন্ট খুলুন, লগিং করার পর ইন্সটাফরেক্সের সাইটের হোম পেইজের মাঝে উপরে For traders- কার্সর নিলে নিচের দিকে ড্রপ ডাউন অপশন থেকে open account - ক্লিক করুন অথবা হোম পেইজের নিচে open trading account- ক্লিক করুন, এরপর যে পেইজ আসবে তাতে accept terms and agreement- ক্লিক করুন এরপর Account opening formটি সঠিকভাবে পূরন করবেন কিন্তু Affiliate Code এর ঘরে portalforum টি সঠিক ভাবে লিখবেন, যার মাধ্যমে এই কোডের উপরোক্ত ৩টা ফোরাম থেকে পোষ্ট করার পর পোষ্টের বোনাস প্রতি মাসের -১০ তারিখের মধ্যেস্বয়ংক্রিয়ভাবে আপনার instaforex একাউন্টে চলে আসবে। এরপর সর্বশেষে এগ্রিমেন্ট- টিক চিহ্ন দিয়ে open account- ক্লিক করুন। এরপর আপনার ইমেইলে একাউন্ট নাম্বার পাস ওয়ার্ড চলে যাবে, ইমেইল চেক করুন এবং একাউন্ট একটিভ করুন। ইন্সটাফোরেক্সে একাউন্ট খোলার কাজ শেষ আপনার। এখন আপনি চলে যান এমটি ফাইভ ফোরামে প্রথমে আপনি এখান থেকে http://forum.mt5.com যথানিয়মে ফরম পূরন করে এমটি ফাইভ ফোরাম- একাউন্ট খুলুন। এরপর ফোরামে ব্যবহৃত ইমেইলটি চেক করে একাউন্ট একটিভ করুন। এরপর এমটি ফাইভ- ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগিং করে বা যদি রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনার নামে হোম পেইজে লগিং করা থাকে তাহলে লগিং করার দরকার নেই, শুধু হোম পেইজের ডানে উপরে My profile- ক্লিক করলে একটি পেইজ আসবে তাতে মাঝামাঝি একটু উপরে Bonus for post- ক্লিক করে এরপর attach account অথবা +(প্লাস চিহ্ন)- ক্লিক করুন এরপর আপনার সেই ইন্সটাফরেক্স এর একাউন্ট নাম্বার ইন্সটাফরেক্সের পাসওয়ার্ড দিয়ে attach account- ক্লিক করুন, এতে আপনার এমটি ফাইভ ফোরামে একাউন্ট খোলার কাজ শেষ। এবার http://nigeria-forex.comনাইজেরিয়া ফরেক্স ফোরামে একাউন্ট খুলুন যা পূর্বের এমটি ফাইভ ফোরামে যেভাবে ফরম পূরন ঠিক একই নিয়ম অনুসরন করুন। এবার http://indian-forex.com ইন্ডিয়া ফরেক্স ফোরামে একাউন্ট খুলুন যা পূর্বের এমটি ফাইভ এর নিয়ম অনুসরন করুন। এখন আপনার ৩টি ফোরামেই একাউন্ট খোলার কাজ শেষ। এখন আপনার কাজ হবে পোষ্ট করা। প্রথমে যেকোন একটি ফোরামে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগিং করুন এরপর হোম পেইজের ডানে উপরে Forum- ক্লিক করুন এরপর পেইজের মাঝামাঝি একটু গ্রে কালারের Trading Discussion Area নামক লেখার নিচে যেসব লিংক দেওয়া আছে যেমন-General Forex conversation এর যেকোন একটিতে ক্লিক করুন এরপর আরেকটি পেইজ আসবে তাতে Title/Thread Starter নামক লেখার নিচে যেসব লিংক দেওয়া আছে যা প্রতিনিয়ত পরিবর্তীত হয়ে যায় এসব লিংকের যেকোন একটিতে ক্লিক করুন এরপর যে পেইজ আসবে তাতে হেড লাইনে বা টাইটেলে যা বলা হয়েছে, যেমন: Read,Learn & Then Earn নামক টপিক (এটা নাও থাকতে পারে কারন প্রতিনিয়ত পরিবর্তীত হয়ে যায়)- ক্লিক করুন এরপর সর্বশেষ নিচ থেকে ডান পাশে একটু উপরে দুটি অপশন আছে যেমন Reply, Reply with quote এর দুটি থেকে বামের Reply- ক্লিক করুন এরপর নিচে একটি পোষ্ট লেখার জন্য খালি বক্স পাবেন, এতে আপনি উপরোক্ত টপিক বা হেড লাইন সম্পর্কে যা জানেন লিখেন অথবা ফরেক্স সম্পর্কে যা জানেন ইংরেজীতে এক থেকে দেড় লাইন বানান শুদ্ধ করে লিখুন যদি বানান সম্পর্কে সন্দেহ থাকে তাহলে গুগুল ট্রান্সলেটরের বা www.bdword.com এর সাহায্য নিন, এরপর লেখা হলে পোষ্ট বক্সের নিচে ডানে Post quick reply-তে ক্লিক করলে এতে আপনার কমান্ড বা পোষ্ট সম্পন্ন হয়ে গেল- আপনার কাজ শেষ, এভাবে প্রতিটি ফোরামে প্রত্যেহ পোষ্ট করুন মাস শেষে আপনার পোষ্টের বোনাস অটোমেটিক আপনার ইন্সটাফরেক্স একাউন্টে চলে যাবে।  আমি এভাবে পোষ্ট করে ইন্সটাফরেক্সে ট্রেড করছি, বিনা ডিপোজিটে ট্রেড করতে পারায় খুব মজা লাগল। আপনিও চেষ্টা করুন অবশ্যই পারবেন, ধীরে ধীরে চেষ্ট করুন, সফল হবেন। উল্লেখ্য যে, সরাসরি বাংলা সফটওয়ার বিজয় এর সাহায্যে ইন্টারনেটে লেখা যায়না, এতে বাংলা সফটওয়ার অভ্র লাগবে, সেহেতু আপনি অভ্র এবং এর একটি ফন্ট সোলাইমানলিপি ডাউন লোড করে নিতে পারেন এছাড়াও আপনি বিজয় টু অভ্র বা অভ্র টু বিজয়- লেখা কনভার্ট করতেhttp://banglaconverter.com  সাইটের সাহায্য নিতে পারেন। ধন্যবাদ

    SAKIR Help line:01833-063891,01931030613.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: without deposit earn from forex ডিপোজিট ছাড়াই ফরেক্সে ট্রেড করে আয় করুন Rating: 5 Reviewed By: Sakir
    Scroll to Top